গানঃ প্রথম প্রেম
শিল্পীঃ তাহসান
টেলিফিল্মঃ মনসুবা জংশন
হঠাৎ এসেছিলে চোখের আলোতে
হারিয়ে ফেলেছি এক ঝলকে
তবুও তুমি ছিলে চোখের কোণে
আগলে রেখেছি বড় যতনে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
এটাই কি প্রণয়ের অনুভূতি
তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি
হঠাৎ তোমার ছায়ায় আহ্বান
তাই ভুলে গেছি ছিল যা পিছুটান
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন
তোমায় ঘিরে যে কত বেদনা
এসো না তুমি আঁধার ভুলে আলোতে
জড়িয়ে নেবো মায়ার চাদরে
ভালোবেসেছি তোমাকে প্রথম
চোখের আলোতে এসেছ যখন
ছিলে হৃদয় জুড়ে
প্রতিক্ষণে
ভালবাসা তো হয়না মনের বিপরীতে।
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় অ্যালবামঃ শেষ পর্যন্ত সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায় গীতিকারঃ সুধীন দাস গুপ্ত বছরঃ ১৯৬০ এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন কাছে যাবো কবে পা...
Comments
Post a Comment