Skip to main content

Posts

Showing posts from July, 2017

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না lyric bangla

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না।। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না।। হায় কেমনে ভুলিবে সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে ভুলিবে কেমনে সেরাত বল যেরাতে তুমি গেছ চলে আজ তারার আকাশে নেইকো তারা চাঁদে শুধুই অন্ধকার। হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার নিভে গেছে আশার প্রদীপ নেইতো আলো ভালোবাসার আমি ভালেবেসে যে সব হারালাম নেইতো কিছু আর আমার। আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না।। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না।।

মেঘের দোষ (মিলা)

মেঘের দোষ (মিলা) হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন.. তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন। মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন। চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ মনের গ্রহন ভাবায় কাদায় সকাল দুপুর রোজ.. মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন। চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায় পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়.. মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

মেঘের দোষ (মিলা)

মেঘের দোষ (মিলা) হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন.. তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন। মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন। চাঁদে গ্রহন কখন ঘটে কেউ রাখে না খোঁজ মনের গ্রহন ভাবায় কাদায় সকাল দুপুর রোজ.. মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন। চাঁদের উপর পড়লে ছায়া,ছায়া সরে যায় পড়লে মনে ছায়ার আড়াল,মনটা যে কাদায়.. মানছি সবই মেঘেরই দোষ মেঘ ঢেকেছে মন বলতে পারো আমি না মেঘ কে বেশি আপন।

নিকষ আধার (রাজিব)

নিকষ আধার (রাজিব) নিকষ আধার ঘোলাটে অন্ধকার পূর্ণিমা চেয়ে রয় জোনাকির আলো ছায়ায়.. ঝিরঝির বাতাসে পাতারই মড়মড় শব্দ বাজে এসেছো কি তুমি নুপুরের শব্দ সাজে। চরণধব্নি আসে যেন আমার কানে জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধরাজে.. জোৎসনা রাতে আসে যেন আমার পানে আজ রাতেরই শব্দ কেন শুধু আমারই কানে বাজে। সেই মেঘলা দিনের কথা যে মনে পড়ে যায় দুজনে মিলে খেলেছি কত অবেলায়.. মনেরই সব স্বপ্ন দুজনে দুহাতে জড়িয়ে ছড়িয়ে দিয়ে ছিলাম ভালোবাসার প্রান্তরে। কোন ঘূর্ণিঝড়ে ভেংগে দিলো সব আমার.. নিকষ আধার ঘোলাটে অন্ধকার পূর্ণিমা চেয়ে রয় জোনাকির আলো ছায়ায়.. ঝিরঝির বাতাসে পাতারই মড়মড় শব্দ বাজে এসেছো কি তুমি নুপুরের শব্দ সাজে। চরণধব্নি আসে যেন আমার কানে জানালা খুলে যায় প্রিয় ফুলের গন্ধরাজে.. জোৎসনা রাতে আসে যেন আমার পানে আজ রাতেরই শব্দ কেন শুধু আমারই কানে বাজে। ডাউনলোড লিংক(অরিজিনাল টা পাচ্ছিনা তাই নিকষ আধার ২ দিলাম)

ভোরের সূর্য দেখে (আনিলা)

ভোরের সূর্য দেখে (আনিলা) ভোরের সূর্য দেখে জন্ম আমার গোধূলি লগ্নে মৃত্য আমার.. কান পেতে কষ্ট শুনতে না পেলে এ বুক চিরে দেখো। সূখের আড়ালে লুকিয়ে রয় অযাচিত দুঃখ নিয়ে কিসের বিস্ময়.. মনের অনূভুতি জানতে যদি চাও এ বুক চিরে দেখো। স্বপ্নে হারানো সূখ স্বপ্নতেই রয়ে যায় ক্ষণিকের আনন্দে জীবনটা জড়িয়ে যায়। বিদ্রোহী প্রেম পথে হারিয়ে যায় ক্রান্তিহীন জীবনে শূণ্যতায়। নিশ্চুপ বাধা ঢেকে দেয় দৃষ্টি সন্ধানী মন পথ খুজে নেয়.. স্বপ্নে হারানো সূখ স্বপ্নতেই রয়ে যায় ক্ষণিকের আনন্দে জীবনটা জড়িয়ে যায়।

চলো বদলে যাই (আইয়ুব বাচ্চু)

চলো বদলে যাই ( আইয়ুব বাচ্চু) সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দু্ঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাই.. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। কত রাত আমি কেদেছি বুকের গভীরে কষ্ট নিয়ে শূণ্যতায় ডুবে গেছি আমি আমাকে তুমি ফিরিয়ে নাও.. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। যতবার ভেবেছি ভুলে যাবো,তারও বেশি মনে পড়ে যায় ফেলে আসা সেই সব দিন গুলো ভুলে যেতে আমি পারি না.. তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিলো যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়।

আমার ও পরান ও যাহা চায় রবিন্দ্রসংগিত

আমার ও পরান ও যাহা চায় আমার ও পরান ও যাহা চায় তুমি তাই , তুমি তাই গো আমার ও পরান ও যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার ও পরান ও যাহা চায় তুমি সুখ ও যদি নাহি পাও যাও সুখের ও সন্ধানে যাও …(২ বার) আমি তোমারে পেয়েছি হৃদয় ও মাঝে আর ও কিছু নাহি চায় গো ও আমার ও পরান ও যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার ও পরান ও যাহা চায় আমি তোমার ও বিরহে রহিব বিলীন ও তোমাতে করিব বাস দীর্ঘ দিবস ও , দীর্ঘ রজনি দীর্ঘ বরস ও মাস … (২ বার) যদি আর ও কারে ভালবাসো যদি আর ও ফিরে নাহি আসো … (২ বার) তবে তুমি যাহা চাও তাই যেন ও পাও আমি যত ও দুঃখ পাই গো আমার ও পরান ও যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার ও পরান ও যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার ও পরান ও যাহা চায়

MOUREKONTHI RATER O NILE | ময়ূরকণ্ঠী রাতেরও নীলে LYRICS

MOUREKONTHI RATER O NILE | ময়ূরকণ্ঠী রাতেরও নীলে ময়ূরকণ্ঠী রাতেরও নীলে আকাশে তারাদের ঐ মিছিলে তুমি আমি আজ চল চলে যাই শুধু দু’জনে মিলে হয়তো পাবো না পথের ঠিকানা তবু যাব আজ ছাড়িয়ে সীমানা সাথী যদি হও পাশে থেকে মোর করিনা ভয় নিখিলে আকাশ যদি ঢাকে ঘনঘটায় তারারা মেঘে মেঘে হারিয়ে যায় যা আছে থাকনা করি না ভাবনা আঁধারে কুয়াশায় হারিয়ে যাব না মনেরও আলোয় চিনে নেব পথ তুমি ভরসা দিলে ময়ূরকণ্ঠী রাতেরও নীলে আকাশে তারাদের ঐ মিছিলে তুমি আমি আজ চল চলে যাই শুধু দু’জনে মিলে…

Sporsher baire tumi -স্পর্শের বাইরে তুমি by Tahsan

Sporsher baire tumi -স্পর্শের বাইরে তুমি by Tahsan ফ্রেমে বন্দী কোন ক্যামেরায় গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি তোমার ঐ মৃদকালো চোখের ভাষা মাতাল করা হাসি আর ভেঁজা চুলে গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল সব তুলনার ঊর্ধ্বে তুমি আজও তোমার স্পর্শ লোভে খুঁজি তোমায় স্বপ্ন গানে আজো তোমার অপেক্ষাতে টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে অমর মাঝখানে অদৃশ্য দেয়াল খুঁজেফিরি তোমায় কোন মায়ায় হারিয়ে যেন উপহাসে হারিয়ে সেই সকাল হারিয়ে সেই বিকেল বৃষ্টি ভেঁজা দুপুর, অলস মেঘ রোদ্দুর আসবে না জানি ফিরে খুঁজি তোমায় স্বপ্ন গানে আজো তোমার অপেক্ষাতে খুঁজি তোমায় স্বপ্ন গানে আজো তোমার স্পর্শ লোভে কোন এক স্বপ্ন সুখের গল্পের রানী হয়ে কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে খুঁজি তোমায় স্বপ্ন গানে আজো তোমার অপেক্ষাতে খুঁজি তোমায় স্বপ্ন গানে আজো তোমার স্পর্শ লোভে…

Valobeshe Sokhi Nivrite Jotone | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে – Rabindra Sangeet(রবীন্দ্রসঙ্গীত)

Valobeshe Sokhi Nivrite Jotone | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে – Rabindra Sangeet|রবীন্দ্রসঙ্গীত ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণমঞ্জীরে।। ধরিয়া রাখিয়ো সোহাগে আদরে আমার মুখর পাখি – তোমার প্রাসাদপ্রাঙ্গণে। মনে ক’রে সখী, বাঁধিয়া রাখিয়ো আমার হাতের রাখী – তোমার কনককঙ্কণে।। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো – তোমার অলকবন্ধনে। আমার স্মরণ-শুভ-সিন্দুরে একটি বিন্দু এঁকো-তোমার ললাটচন্দনে। আমার মনের মোহের মাধুরী মাখিয়া রাখিয়া দিয়ো-তোমার অঙ্গসৌরভে। আমার আকুল জীবনমরণ টুটিয়া লুটিয়া নিয়ো-তোমার অতুল গৌরবে।।

প্রথম প্রেম তাহসান

গানঃ প্রথম প্রেম শিল্পীঃ তাহসান টেলিফিল্মঃ মনসুবা জংশন হঠাৎ এসেছিলে চোখের আলোতে হারিয়ে ফেলেছি এক ঝলকে তবুও তুমি ছিলে চোখের কোণে আগলে রেখেছি বড় যতনে ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালবাসা তো হয়না মনের বিপরীতে। এটাই কি প্রণয়ের অনুভূতি তাই কতটা পথ খুঁজে ফিরে এসেছি হঠাৎ তোমার ছায়ায় আহ্বান তাই ভুলে গেছি ছিল যা পিছুটান ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালবাসা তো হয়না মনের বিপরীতে। মাঝে মাঝে তোমাকে বুঝিনা কেন তোমায় ঘিরে যে কত বেদনা এসো না তুমি আঁধার ভুলে আলোতে জড়িয়ে নেবো মায়ার চাদরে ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে এসেছ যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে ভালবাসা তো হয়না মনের বিপরীতে।

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না আজ মনের মাঝে রঙ্গীন আশা রঙ্গে সাজে না হায় কেমনে ভুলিবো সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে ভুলিবো কেমন সে রাত বলো যে দিন তুমি গেছো চলে আজ তারার আকাশে নেইকো তারা চাঁদে শুধু অন্ধকার হায় কেমনে বুঝাব নিজেকে বল তুমি এখন নও আমার নিভে গেছে আশার প্রদীপ নেইতো আলো ভালোবাসার আমি ভালোবেসে যে সব হারালাম নেইতো কিছু আর আমার