Skip to main content

Posts

Showing posts from June, 2017

Amar shonar moyna pakhi (আমার সোনার ময়না পাখি)

আমার সোনার ময়না পাখি কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান সংগীতঃ পলাশ আ মার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইড়া রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ।। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আঁখি দিবানিশি মন চায়রে বাইন্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি ।। দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকী শত ফুলের বাসন দিয়ারে অঙে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি ।। যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আঁখি এ জীবন যাবার কালে রে ও পাখি রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি ।।

Amar shonar moyna pakhi (আমার সোনার ময়না পাখি)

আমার সোনার ময়না পাখি কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান সংগীতঃ পলাশ মার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইড়া রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ।। সোনা বরণ পাখিরে আমার কাজল বরণ আঁখি দিবানিশি মন চায়রে বাইন্ধা তরে রাখি রে আমার সোনার ময়না পাখি ।। দেহ দিছি প্রাণরে দিছি আর নাই কিছু বাকী শত ফুলের বাসন দিয়ারে অঙে দিছি মাখি রে আমার সোনার ময়না পাখি ।। যাইবা যদি নিঠুর পাখি ভাসাইয়া মোর আঁখি এ জীবন যাবার কালে রে ও পাখি রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি ।।

Jochona Snan (জোছনা স্নান) By Bay Of Bengal

Title : Jochona Snan (জোছনা স্নান) Artist : Bay Of Bengal দু'হাত তুলে জোছনায় স্নানে তোমাকে জানাই আমন্ত্রণ, সিক্ত চোখে দেখব শ্রাবণ মেঘের ছটা জল রঙে রাঙিয়ে তোমার মন। জানালার ধারে আলতো কুয়াশার চাদর রইব তাকিয়ে নির্বাক অবাক অপলক দৃষ্টিতে, আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে কোলাহল আর ব্যস্ততা শেষে, আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে। মাতাল চোখে রইব তাকিয়ে কোমল ঘাসের দু'ফোটা জলে, হিমেল হাওয়ায় ভাসব অবাধ্য হয়ে ব্যস্ত নগরির সব পিছুটান ভেঙ্গে। জানালার ধারে আলতো কুয়াশার চাদর রইব তাকিয়ে নির্বাক অবাক অপলক দৃষ্টিতে, আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে কোলাহল আর ব্যস্ততা শেষে, আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে। রঙ্গিন পলকে কেন অশ্রু জল আবেগী চোখে আমি তাকিয়ে, বিষাদের দরজা ভেঙ্গে উড়ে চলে যাই দূর মেঘের দেশে। আজ হারিয়ে যাক মন অচিন মেঘের দেশে কোলাহল আর ব্যস্ততা শেষে, আজ হারিয়ে যাক মন রুপ কথার গল্পে দু'হাত বাড়িয়ে জোছনা স্নানে।

Shopnoloke (স্বপ্নলোকে) By SHOTTO (সত্য)

Title : Shopnoloke (স্বপ্নলোকে) Artist : SHOTTO (সত্য) কখনও সুর্যদয়ে তুমি আমার পাশে ছিলে? কেন তুমি আমার হৃদয় জুড়ে ভেসেছিলে? আমিতো চাইনি এই তোমাকে চেয়েছি আমার স্বপ্নলোকে? মেঘেদের ছোয়াঁতে একটু কি তুমি কেদেঁছিলে নয়ন জলের আলোয় আমায় কেন পুড়িয়েছিলে? সুখের মায়ায়, একটু কি চেয়েছিলে? ক্ষণিক আধার অথবা বিস্ময় কেন হারিয়েছিল?

স্মৃতি ও স্বপ্ন ২ [কাভার]

স্মৃতি ও স্বপ্ন ২ [কাভার] Title : স্মৃতি ও স্বপ্ন ২ [কাভার] Artist/Band Name : LosPic কুয়াশার চাদর ছিড়ে, তোমার খোজে একলা হেটে চলা দেখা হবার পরেও তোমায় হয়নি কিছুই বলা (২) আবার দেখা হলে কোন শীতে ঐ যে সেই ছোট্ট চেনা পথে মনে পড়ে যাবে বন্ধু সেই রাতের কথা (২) নিঝুম কুটিরের দুয়ার আগুনের পাশে মুখোমুখি মোরা জেগে ছিলো স্বপ্নের দু চোখ ইচ্ছে বাধনহারা (২) আবার দেখা হলে কোন শীতে ঐ যে সেই ছোট্ট চেনা পথে মনে পড়ে যাবে বন্ধু সেই রাতের কথা...

Eto Kosto (এত কষ্ট) By James

Title : Eto Kosto (এত কষ্ট) Artist : James (জেমস) Album : Warning (ওয়ার্নিং) এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্নার কবিতা তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যাথার ছবিটা ।। পাবো হায় সুখের দেখা কি! নিঃসঙ্গ এই আমি একাকী ।। কেউ জানে কি, কেউ জানে কি, কতটা আমি আজ একাকী ।। কি ঝড়ে পড়েছি, একাকী মরেছি , গিয়েছি ভেঙ্গেচুরে পৃথিবী জানে না, হৃদয়ও মানে না, হয়েছি ভবঘুরে ।। পাবো হায় সুখের দেখা কি! নিঃসঙ্গ এই আমি একাকী ।। কেউ জানে কি, কেউ জানে কি, কতটা আমি আজ একাকী ।।

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki

Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) Artist : Tahsan And Shakila Saki আমি ডানা ছাড়া পাখি, তোমার আশায় আশায় থাকি আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।। তুমি আকাশের ওই নীল, আমি মেঘে মেঘে স্বপ্নিল তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।। যেন ছায়া হয়ে আছি, যেন তোমায় নিয়ে বাঁচি তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে) By Imran

Title : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে) Artist : Imran (ইমরান) Album : Bolte Bolte Cholte Cholte (বলতে বলতে চলতে চলতে) বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয়না হৃদয়, কতটা তোমায় ভালবাসি। চলতে গিয়ে মনে হয় দুরত্ব কিছু নয়, তোমারি কাছেই ফিরে আসি। তুমি তুমি তুমি শুধু এই মনের আনাছে কানাছে, সত্যি বলনা কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে।। বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয়না হৃদয়, কতটা তোমায় ভালবাসি। মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখে ছিলাম।। ও চাই পেতে আরও মন পেয়েও এত কাছে, বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয়না হৃদয়, কতটা তোমায় ভালবাসি। মন অল্পতে প্রিয় গল্পতে কল্পনায় স্বপ্ন আঁকে, ভুল ত্রুটি আবেগী খুঁনসুটি সারাক্ষণ তোমায় ছোঁয়ে রাখে।। ও চাই পেতে আরও মন পেয়েও এত কাছে, বলতে চেয়ে মনে হয় বলতে তবু দেয়না হৃদয়, কতটা তোমায় ভালবাসি।

Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) by Arfin Rumey (New Lyrics 2015)

Title : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) Artist : Arfin Rumey (আরিফিন রুমি) Album : Kichu Kotha Akashe Pathao (কিছু কথা বাতাসে পাঠাও) কিছু কথা বাতাসে পাঠাও কিছু কথা আকাশে ছড়াও, কিছু কথা বলো কানে কানে কিছু কথা হোক গানে গানে। কিছু কথা বলো গোপনে, কিছু কথা হোক নয়নে।। কিছু রাত জাগি এক সাথে কিছু রাত ভাঁসি দুজনাতে, কিছু রাত ভালোবেসে ভোর কিছু রাত তোমারি ভেতর। কিছু কথা বলো গোপনে, কিছু কথা হোক নয়নে।। কিছু দিন হাটি রোদ দূরে কিছু দিন ডুবে থাকি ঘোরে, কিছু দিন ছুয়ে রব চলো কিছু দিন হবো এলোমেলো কিছু কথা বলো গোপনে, কিছু কথা হোক নয়নে।।

Kothay Tumi (কোথায় তুমি) By Sumon And Alif

Title : Kothay Tumi (কোথায় তুমি) Artist : Sumon And Alif Album : Unreleased ধীরে ধীরে জমছে বালি চোখের ভেতর আসেনা ঘুম আমার যে আর আগের মত, সপ্ন গুলো ছিটকে পরে ভেঙ্গে চৌচির অপেক্ষাতে অপেক্ষাতে আমার হাসি। শীতের রাতে হাটতিশ আর এই ঠান্ডা হাওয়া হয়না আমার আগের মত কিছুই পাওয়া, মধ্য রাতে চাপটে ধরে কালো ছায়া কবিতার সব্দ গুলোর পালিয়ে যাওয়া। হাতের মুঠোয় তোমার হাতটি খুজি জ্বরের ভোরে কপালটাতে স্পর্শ খুজি কান্না ভেজা চোথে কেউ আজ দেয়না রুমাল সবার জন্য আমি তবু কেউ নয় আমার। কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।। যাচ্ছে চলে সব কিছু অনেক দূরে যাচ্ছে সময় যাচ্ছে জীবন যাচ্ছে সরে, শেষ বিকেলের ছবিটাতেও একাই আমি একা একাই দেখবে আকাশ চোখের পানি। নতুন রূপে সাজছে যে আজ পূরান অসুখ আমার কি আর হবেনা দেখা তোমার সে মুখ, গানটা শেষে আমার চাওয়া একটুখানি খোলা চোখের শেষ দৃশ্যে তোমার হাসি কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় তুমি।।

Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো)

Title : Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) Artist : Andrew Kishore & Konok Chapa ভাল আছি, ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের এই মনটা রে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।। পুষে রাখে যেমন ঝিনুক খোলসের আবরনে মুক্তর সুখ, তেমনি তোমার নিবিড় চলা ভিতরের নীল বন্দরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আবডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় ছোয়া গভীরের এই বন্দরে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে।।

Ei Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ) By Arijit Singh & Monali Thakur

Title : Ei Bhalo Ei Kharap (এই ভালো এই খারাপ) Artist : Arijit Singh & Monali Thakur Album : Golpo Holeo Shotti এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ চলো মানে মানে দিয়ে ফেলি ডুব তুমি আমি মিলে। দুজনেই মনটাকে বেঁধে ফেলি সাত পাকে চলো ছোটখাটো করি ভুল চুক তুমি আমি মিলে সাজিয়েছি ছোট্ট একফালি সুখ রাজি আছি আজকে বৃষ্টি নামুক তুমি আমি ভিজবো দুজনে খুব ভরসা দিলে। দেখনা এই অকাল শ্রাবন নেমেছে আজ হাজার বারন জেনে আওয়াজ শুনে আমায় ডাকো ডাকো চাদর আমার কাছে টেনে রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর ভিজে গেছি বৃষ্টি নামার পর তুমি আমি দেখছি কেউ যাযাবর যাচ্ছি চলে।

Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি)

Title : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) Artist : Arafat Mohsin (আরাফাত মহসিন) Album : Shoto Danar Projapoti (শত ডানার প্রজাপতি) নতুন ভোর উঠলো সুরে নিলো তোমার ঘুমকে তুলে, তখন আমি আলো হয়ে ছুয়ে তোমার কপালে..। ও..ও..ও..চোখ  খোলে আমায় দেখে আলসেমিতে খুব তুমি অভিমানে, কুয়াশা মেখে তোমার ঠোটে লুকোচুরি খেলে গানে..। ছেড়ে দিয়ে নাটাই সুঁতো উড়াই ইচ্ছে ঘুড়ি, একে দেই নীল আকাশে শত ডানার প্রজাপতি..।। একটা দুপুর রঙ্গিন সাঁজে ডানা মেলে ওই বাতাসে, হারাবো আজ মেঘের ভাঁজে দেখবো তোমায় নতুন সাঁজে..।।

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)

Title : Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা) Artist : সাবিনা ইয়াসমীন ও মাহমুদুন নবী তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী। আমার স্বপন আধ-জাগরণ চিরদিন তোমারে চিনি।। আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না, না নয়নের নীলে তুমি যে ছিলে।। তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক না অমর ওগো মোর পল্লবীনি।। যদি এ লগন আঁধারে ঢাকে যদি নেভে দিন পথের বাঁকে তুমি যে আমার বলব আবার চিরদিন তোমারে চিনি।।