Skip to main content

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায়
অ্যালবামঃ শেষ পর্যন্ত
সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায়
গীতিকারঃ সুধীন দাস গুপ্ত
বছরঃ ১৯৬০

এই মেঘলা দিনে একলা
ঘরে থাকেনা তো মন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।
যুঁথী বনে ঐ হাওয়া
করে শুধু আসা যাওয়া।
হায় হায়রে দিন যায়রে
ভরে আঁধারে ভুবন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।
শুধু ঝরে ঝর ঝর
আজ বারি সারাদিন
আজ যেন মেঘে মেঘে
হলো মন যে উদাসীন।
আজ আমি ক্ষণে ক্ষণে
কি যে ভাবি আনমনে।
তুমি আসবে ওগো হাসবে
কবে হবে সে মিলন
কাছে যাবো কবে পাবো
ওগো তোমার নিমন্ত্রণ।।

Comments

Popular Posts

মন মাঝিরে বলনা কোথায়- arijit singh

=====মন মাঝিরে বলনা কোথায় ===== মনে মেঘ জমতে থাকে পরে যায় দুর্বিপাকে মনে মেঘ জমতে থাকে পরে যাই দুর্বিপাকে চিন্তাতে তোর, কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে বলনা কোথায় ম...

বসে বসে ভাবি

বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তেমার এই ঋণ এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানেো সেই দিন দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে ...

Sporsher baire tumi -স্পর্শের বাইরে তুমি by Tahsan

Sporsher baire tumi -স্পর্শের বাইরে তুমি by Tahsan ফ্রেমে বন্দী কোন ক্যামেরায় গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে লুকিয়ে থাকা ঐ রোঁদ তুমি তোমার ঐ মৃদকালো চোখের ভাষা ম...

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সো...

ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে

শিল্পীঃ মান্না দে অ্যালবামঃ পাওয়া যায় নি সুরকারঃ নচিকেতা ঘোষ গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার বছরঃ ১৯৭৪ ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম র...

Amar shonar moyna pakhi (আমার সোনার ময়না পাখি)

আমার সোনার ময়না পাখি কথা ও সুরঃ মোহাম্মদ ওসমান খান সংগীতঃ পলাশ মার সোনার ময়না পাখি কোন দেশেতে গেলা উইড়া রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি ।। সোনা বরণ পাখিরে আমার ...

Valobeshe Sokhi Nivrite Jotone | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে – Rabindra Sangeet(রবীন্দ্রসঙ্গীত)

Valobeshe Sokhi Nivrite Jotone | ভালোবেসে, সখী, নিভৃতে যতনে – Rabindra Sangeet|রবীন্দ্রসঙ্গীত ভালোবেসে, সখী, নিভৃতে যতনে আমার নামটি লিখো-তোমার মনের মন্দিরে। আমার পরানে যে গান বাজিছে তাহার তালটি শিখো-তোমার চরণম...

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, রক্ত জবার মত তোমার মুখ। প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্...

Jochona Snan (জোছনা স্নান) By Bay Of Bengal

Title : Jochona Snan (জোছনা স্নান) Artist : Bay Of Bengal দু'হাত তুলে জোছনায় স্নানে তোমাকে জানাই আমন্ত্রণ, সিক্ত চোখে দেখব শ্রাবণ মেঘের ছটা জল রঙে রাঙিয়ে তোমার মন। জানালার ধারে আলতো কুয়াশার চাদর রইব তাক...