Skip to main content

Posts

Showing posts from November, 2017

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)

তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী। আমার স্বপন আধ-জাগরণ চিরদিন তোমারে চিনি।। আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না, না নয়নের নীলে তুমি যে ছিলে।। তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক না অমর ওগো মোর পল্লবীনি।। যদি এ লগন আঁধারে ঢাকে যদি নেভে দিন পথের বাঁকে তুমি যে আমার বলব আবার চিরদিন তোমারে চিনি।।

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, রক্ত জবার মত তোমার মুখ। প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, বানতাম না আর তোর আশায় বুক। আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, দেখতাম না আর তোর মায়া মুখ। আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।। তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা, ডুবে যায় যে তোমার বেলা তোমার আশায় পাইলাম না ঐ সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গার হইবে তোমার লাইগা রে ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই পর কালে যেন বন্ধু মরন কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলব আমি প্রেম কিছুই না রে

মন মাঝিরে বলনা কোথায়- arijit singh

=====মন মাঝিরে বলনা কোথায় ===== মনে মেঘ জমতে থাকে পরে যায় দুর্বিপাকে মনে মেঘ জমতে থাকে পরে যাই দুর্বিপাকে চিন্তাতে তোর, কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে বলনা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয়...... (৪) একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালোরে আর... ও ...... নেই রোদ, নেই রং জানি নেই কিছু করার... ও ...... একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালোরে আর... নেই রোদ, নেই রং জানি নেই কিছু করার... পরছে মনে মুখের আদল ভাঙ্গে বুক, ভাঙছে পাহাড় মন মাঝিরে বলনা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয় আয় ফিরে আয়...... (৪) নিজেকেই মনে হয় বলে দেই এসবই ভুল ঝরে যাক, পরে যাক আদরে ফোটানো ফুল নিজেকেই মনে হয় বলে দেই এসবই ভুল ঝরে যাক, পরে যাক আদরে ফোঁটানো ফুল (২) চিন্তাতে তোর, কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে বলনা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয় আয় ফিরে আয়...... (৪)