Skip to main content

Posts

Showing posts from August, 2017

ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে

শিল্পীঃ মান্না দে অ্যালবামঃ পাওয়া যায় নি সুরকারঃ নচিকেতা ঘোষ গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার বছরঃ ১৯৭৪ ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম রিমঝিম রিমঝিম এলে না হয় ঝোরো তখন অঝর ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে বিমঝিম ঝিম ঝিম ঝিম।। মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে চন্দ্রমল্লিকা যেন না ফোটে আমারি চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে রিমঝিম রিমঝিম রিমঝিম।। যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন লক্ষী ভ্রমর চুপ করোনা আসছে সে আজ আমার দ্বারে রিমঝিম রিমঝিম রিমঝিম।।

মন ভাবে তারে এই মেঘলা দিনে

শিল্পীঃ রাজীব অ্যালবামঃ ভেরিয়েশন ২৫ সুরকারঃ ফুয়াদ গীতিকারঃ শাহান কবন্ধ বছরঃ ২০০৬ মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে, তার রুনুঝুন নুপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে… নিটল পায়ে রিনিক . ঝিনিক .. পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে… শ্যামা মেয়ে নাচে… চাঁদের অধোর যেন তোমার হাসির মাঝে, সোনালী আবেশে তবে সাগর হারে, হৃদয়ের মাঝে কবে বেঁধে ছিলে বাঁধন, ভালবাসা তবে কেন মনের অগচোরে…. তুমি কি আমার বন্ধু, আজ কেন বোঝনি তুমি কি আমার বন্ধু, কেন ভালবাসনি….

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় অ্যালবামঃ শেষ পর্যন্ত সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায় গীতিকারঃ সুধীন দাস গুপ্ত বছরঃ ১৯৬০ এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।। যুঁথী বনে ঐ হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।। শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।।

বসে বসে ভাবি

বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তেমার এই ঋণ এ মনের ঘরে কবে ধীরে ধীরে ফিরিয়ে দিলে আবার হারানেো সেই দিন দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ ও কত সৃতি মনে আসে ক্ষণে ক্ষণ ফিরে পাই তোমার মাঝে তাকেই প্রতিদিন। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তেমার এই ঋণ এইতো কদিন আগেও ছিলে তুমি অচেনা আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না ও আজ আমার চোখে একি নেশা লাগে.. ও আজ আমার চোখে একি নেশা লাগে করলে আমায় তুমি কতনা রঙ্গিন৷ বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তেমার এই ঋণ