=====মন মাঝিরে বলনা কোথায়=====
মনে মেঘ জমতে থাকে
পরে যায় দুর্বিপাকে
মনে মেঘ জমতে থাকে
পরে যাই দুর্বিপাকে
চিন্তাতে তোর, কাটছে প্রহর
শান্তি নেই এ যন্ত্রণার
মন মাঝিরে বলনা কোথায়
মন মাঝিরে
আয় ফিরে আয়...... (৪)
একা রাত বাঁকা চাঁদ
লাগে না ভালোরে আর... ও ......
নেই রোদ, নেই রং
জানি নেই কিছু করার... ও ......
একা রাত বাঁকা চাঁদ
লাগে না ভালোরে আর...
নেই রোদ, নেই রং
জানি নেই কিছু করার...
পরছে মনে মুখের আদল
ভাঙ্গে বুক, ভাঙছে পাহাড়
মন মাঝিরে বলনা কোথায়
মন মাঝিরে আয় ফিরে আয়
আয় ফিরে আয়...... (৪)
নিজেকেই মনে হয়
বলে দেই এসবই ভুল
ঝরে যাক, পরে যাক
আদরে ফোটানো ফুল
নিজেকেই মনে হয়
বলে দেই এসবই ভুল
ঝরে যাক, পরে যাক
আদরে ফোঁটানো ফুল (২)
চিন্তাতে তোর, কাটছে প্রহর
শান্তি নেই এ যন্ত্রণার
মন মাঝিরে বলনা কোথায়
মন মাঝিরে আয় ফিরে আয়
আয় ফিরে আয়...... (৪)
শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় অ্যালবামঃ শেষ পর্যন্ত সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায় গীতিকারঃ সুধীন দাস গুপ্ত বছরঃ ১৯৬০ এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন কাছে যাবো কবে পা...
Comments
Post a Comment