Skip to main content

Posts

Tumi Je Amar Kobita (তুমি যে আমার কবিতা)

তুমি যে আমার কবিতা আমার বাঁশীর রাগিনী। আমার স্বপন আধ-জাগরণ চিরদিন তোমারে চিনি।। আমি কে তোমার যদি জানতে তবে কি আমায় কাছে টানতে হয়ত সুদূরে যেতে গো সরে না, না নয়নের নীলে তুমি যে ছিলে।। তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক না অমর ওগো মোর পল্লবীনি।। যদি এ লগন আঁধারে ঢাকে যদি নেভে দিন পথের বাঁকে তুমি যে আমার বলব আবার চিরদিন তোমারে চিনি।।
Recent posts

Hridoyo Pinjirar Posha Pakhi (হৃদয়ও পিঞ্জিরার পোষা পাখি)

আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমারে কান্দাইয়া পাও কি সুখ ।। তুমি কার পোষা পাখি , কাজল বরন আঁখি, রক্ত জবার মত তোমার মুখ। প্রথম জীবনের কালে যেদিন তোমায় দেখেছি, এই দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, বানতাম না আর তোর আশায় বুক। আদর সোহাগের পাখি কোন দিন জানি উড়ে যায় ফাঁক পেলে পলাইয়া যাবে জঙ্গলের কোন অজানায়।। জানতাম যদি পাখি দিয়া যাবি ফাঁকি, দেখতাম না আর তোর মায়া মুখ। আজিজুল দেওয়ান ভেবে বলে ওরে আমার মন ভোলা দিন থাকিতে গেল বেলা একবার ফিরে না চাইলা।। তুমি ছেড়ে দাও এই রঙ এর খেলা, ডুবে যায় যে তোমার বেলা তোমার আশায় পাইলাম না ঐ সুখ আমারে কান্দাইয়া পাও কি সুখ ।।

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে

আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি খুইজা মরি রে প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে ভুলিবে না মোরে এ জীবন গেলে যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গার হইবে তোমার লাইগা রে ভুলতে পার বন্ধু তুমি আমি ভুলি নাই পর কালে যেন বন্ধু মরন কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি না পাই সে কালে প্রেম যাইব বিফলে তখন কিন্তু বলব আমি প্রেম কিছুই না রে

মন মাঝিরে বলনা কোথায়- arijit singh

=====মন মাঝিরে বলনা কোথায় ===== মনে মেঘ জমতে থাকে পরে যায় দুর্বিপাকে মনে মেঘ জমতে থাকে পরে যাই দুর্বিপাকে চিন্তাতে তোর, কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে বলনা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয়...... (৪) একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালোরে আর... ও ...... নেই রোদ, নেই রং জানি নেই কিছু করার... ও ...... একা রাত বাঁকা চাঁদ লাগে না ভালোরে আর... নেই রোদ, নেই রং জানি নেই কিছু করার... পরছে মনে মুখের আদল ভাঙ্গে বুক, ভাঙছে পাহাড় মন মাঝিরে বলনা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয় আয় ফিরে আয়...... (৪) নিজেকেই মনে হয় বলে দেই এসবই ভুল ঝরে যাক, পরে যাক আদরে ফোটানো ফুল নিজেকেই মনে হয় বলে দেই এসবই ভুল ঝরে যাক, পরে যাক আদরে ফোঁটানো ফুল (২) চিন্তাতে তোর, কাটছে প্রহর শান্তি নেই এ যন্ত্রণার মন মাঝিরে বলনা কোথায় মন মাঝিরে আয় ফিরে আয় আয় ফিরে আয়...... (৪)

ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে

শিল্পীঃ মান্না দে অ্যালবামঃ পাওয়া যায় নি সুরকারঃ নচিকেতা ঘোষ গীতিকারঃ গৌরী প্রসন্ন মজুমদার বছরঃ ১৯৭৪ ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে কাছে সে আসবে তবে কেমন করে রিমঝিম রিমঝিম রিমঝিম এলে না হয় ঝোরো তখন অঝর ধারে যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে বিমঝিম ঝিম ঝিম ঝিম।। মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে চন্দ্রমল্লিকা যেন না ফোটে আমারি চাঁদ আমার থাকুক কেউ যেন না দেখে তারে রিমঝিম রিমঝিম রিমঝিম।। যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন লক্ষী ভ্রমর চুপ করোনা আসছে সে আজ আমার দ্বারে রিমঝিম রিমঝিম রিমঝিম।।

মন ভাবে তারে এই মেঘলা দিনে

শিল্পীঃ রাজীব অ্যালবামঃ ভেরিয়েশন ২৫ সুরকারঃ ফুয়াদ গীতিকারঃ শাহান কবন্ধ বছরঃ ২০০৬ মন ভাবে তারে এই মেঘলা দিনে, শীতল কুয়াশাতে তার স্পর্শে, তার রুনুঝুন নুপুরের সাজে বাতাসে যেন মৃদু সুবাসে… নিটল পায়ে রিনিক . ঝিনিক .. পায়েলখানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে… শ্যামা মেয়ে নাচে… চাঁদের অধোর যেন তোমার হাসির মাঝে, সোনালী আবেশে তবে সাগর হারে, হৃদয়ের মাঝে কবে বেঁধে ছিলে বাঁধন, ভালবাসা তবে কেন মনের অগচোরে…. তুমি কি আমার বন্ধু, আজ কেন বোঝনি তুমি কি আমার বন্ধু, কেন ভালবাসনি….

এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন

শিল্পীঃ হেমন্ত মুখোপাধ্যায় অ্যালবামঃ শেষ পর্যন্ত সুরকারঃ হেমন্ত মুখোপাধ্যায় গীতিকারঃ সুধীন দাস গুপ্ত বছরঃ ১৯৬০ এই মেঘলা দিনে একলা ঘরে থাকেনা তো মন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।। যুঁথী বনে ঐ হাওয়া করে শুধু আসা যাওয়া। হায় হায়রে দিন যায়রে ভরে আঁধারে ভুবন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।। শুধু ঝরে ঝর ঝর আজ বারি সারাদিন আজ যেন মেঘে মেঘে হলো মন যে উদাসীন। আজ আমি ক্ষণে ক্ষণে কি যে ভাবি আনমনে। তুমি আসবে ওগো হাসবে কবে হবে সে মিলন কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।।