Skip to main content

Posts

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না lyric bangla

আমার ভালোবাসার তানপুরাতে সুর যে বাজে না।। আজ মনের মাঝে রঙিন আশা রঙে সাজে না।। হায় কেমনে ভুলিবে সেদিন বল যেদিন তুমি পাশে ছিলে ভুলিবে কেমনে সেরাত বল যেরাতে তুমি গেছ চলে আজ ...

মেঘের দোষ (মিলা)

মেঘের দোষ (মিলা) হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন.. তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন। মানছি সবই মেঘে...

মেঘের দোষ (মিলা)

মেঘের দোষ (মিলা) হাত ধরেছে পৃথিবী চাঁদ আছি পথে দুজন পথের মোড়ে সূর্য এসে ঘটায় চন্দ্রগ্রহন.. তোমার পথে ধূলির কণায় আমার বিচরণ তবু মনে মেঘ জমিয়ে ঘটাও মনের গ্রহন। মানছি সবই মেঘে...

নিকষ আধার (রাজিব)

নিকষ আধার (রাজিব) নিকষ আধার ঘোলাটে অন্ধকার পূর্ণিমা চেয়ে রয় জোনাকির আলো ছায়ায়.. ঝিরঝির বাতাসে পাতারই মড়মড় শব্দ বাজে এসেছো কি তুমি নুপুরের শব্দ সাজে। চরণধব্নি আসে যেন আমা...

ভোরের সূর্য দেখে (আনিলা)

ভোরের সূর্য দেখে (আনিলা) ভোরের সূর্য দেখে জন্ম আমার গোধূলি লগ্নে মৃত্য আমার.. কান পেতে কষ্ট শুনতে না পেলে এ বুক চিরে দেখো। সূখের আড়ালে লুকিয়ে রয় অযাচিত দুঃখ নিয়ে কিসের বিস্...

চলো বদলে যাই (আইয়ুব বাচ্চু)

চলো বদলে যাই ( আইয়ুব বাচ্চু) সেই তুমি কেন এত অচেনা হলে সেই আমি কেন তোমাকে দু্ঃখ দিলেম কেমন করে এত অচেনা হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি। বুকেরই সব কষ্ট দুহাতে সরিয়ে চলো ব...

আমার ও পরান ও যাহা চায় রবিন্দ্রসংগিত

আমার ও পরান ও যাহা চায় আমার ও পরান ও যাহা চায় তুমি তাই , তুমি তাই গো আমার ও পরান ও যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার ও পরান ও যাহা চায় তুমি সুখ ও যদি নাহি পাও ...